Educational Blog Sites

Friday, March 9, 2018

Chapter 01 Creative Question

সৃজনশীল প্রশ্ন ও উত্তর 

১) নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও। 
বিশ্বের সব দেশেই এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তরি জয়জয়কার। এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হওয়ার এখন বাংলাদশেে শুধু আনাচে-কানাচে নয় র্সবত্রই বিরাজমান। সাম্প্রাতিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তইি আমাদরে শক্ষিা, ব্যবসা, চকিৎিসা,বনিোদন,ে আমূল পরর্বিতন সাধন করছে।ে র্বতমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সামাজকি যোগাযোগরে অন্যতম মাধ্যমে হসিাবে ব্যবহৃত হচ্ছ।ে ক. বশ্বিগ্রাম বলতে কী বোঝায়? খ. চকিৎিসায় র্ভাচুয়াল রয়িলেটিরি ব্যবহার লখে। গ. কীভাবে শক্ষিায় তথ্য প্রযুক্তি আমূল পরর্বিতন সাধন করছেে বলে তুমি মনে করো? ঘ. ুতথ্য ও যোগাযোগ প্রযুক্তি সামাজকি যোগাযোগরে অন্যতম মাধ্যম”- ব্যাখ্যা করো। ১ নং প্রশ্নের উত্তর ক. বশ্বিগ্রাম বা গ্লোবাল ভলিজে হলো এমন একটি সামাজকি বা সাংস্কৃতকি ব্যবস্থা যখোনে পৃথবিীর সকল মানুষই একটি একক সমাজে বসবাস করে এবং ইলকেট্রনকি মডিয়িা ও তথ্য প্রযুক্তি ব্যবহাররের মাধ্যমে তারা তাদরে চন্তিা চতেনা, অভজ্ঞিতা, সংস্কৃত-িকৃষ্টি ইত্যাদি শয়োর করতে পারে ও একে অপরকে সবো প্রদান করতে পার।ে খ. চকিৎিসা ক্ষত্রেে র্ভাচুয়াল রয়িলেটিরি মাধ্যমে বভিন্নি ধরনরে থরোপি দয়ো হয়। তাছাড়া অপারশেনরে সময় রােগীর অবস্থা র্পযবক্ষেণে বভিন্নি ধরণরে র্ভাচুয়াল রয়িলেটিি ব্যবহৃত হচ্ছ।ে আধুনকি চকিৎিসায় রোগ নর্ণিয়ওে র্ভাচুয়াল রয়িলেটিি ব্যবহার করা হয়। গ. মাল্টমিডিয়িার সাহায্যে বভিন্নি বষিয়ে চত্রি ব্যবহার করে ছাত্র-ছাত্রীদরে সহজে উপস্থাপন করা যায়। ইন্টারঅ্যাক্টভি শক্ষিামূলক সফটওয়্যার ব্যবহার করে খুব সহজইে শশিুদরে বভিন্নি বষিয়ে শক্ষিা দান করার যায়। শক্ষিামূলক বভিন্নি বষিয় নয়িে অসংখ্য সডিি করা হচ্ছ।ে এতে শক্সিার বষিয়গুলোকে আর্কষণীয়ভাবে উপস্থাপন করা যায়। ই-র্লানংি-এর মাধ্যমে বশ্বিরে বভিন্নি শক্ষিা প্রতষ্ঠিান থকেে শক্ষিা বা জ্ঞান র্অজন করতে পারছ।ে এমনকি এক দশের কোন প্রতষ্ঠিান থকেে অন্য দশেরে কোন শক্ষর্িাথী অনলাইনে পরীক্ষা দয়িে ডগ্রিি র্অজন করা যায়। র্বতমান বশ্বিে অনলাইন বা ইন্টারনটেভত্তিকি শক্ষিা ব্যবস্থা চালু হয়ছে।ে এতে শক্ষর্িাথী ঘরে বসইে বভ্নিি বষিয়ে ইন্টারনটেে জ্ঞান র্অজনরে পাশাপাশি শক্ষিা প্রতষ্ঠিান ও শক্ষিকরে সাথে আলোচনা করতে পার।ে বভিন্নি দশেরে বা স্থানরে ছাত্র-ছাত্রীরা নজিদেরে মধ্যে তথ্য আদান প্রদান করে কোনো বষিয়ে সম্যক ধারণা লাভ করতে পার।ে আর অনলাইন পরীক্ষায় সারা বশ্বিে একই সাথে একই প্রশ্নে বভিন্নি দশেরে শক্ষর্িাথীরা অংশ গ্রহন করে থাক।ে ই-লাইব্ররেি ব্যবহার করে বশ্বিরে যকেোনো বই থকেে শক্ষর্িাথীরার ঘরে বসইে পড়াশোনা করতে পারছ।ে ঘ. সামাজকি যোগাযোগরে জন্য ইন্টারনটেরে মাধ্যমে বভিন্নি ধরনরে সাই যথা- ফসেবুক, মাইস্পসে, ইউটউিব, অরকুট ইত্যাদি ব্যবহার করতে পার।ে এসব সাইটরে মাধ্যমে বন্ধুত্ব তরৈরি পাশাপাশি ছব,ি ভডিওি ইত্যাদি আপলোড-ডাউনলোড করে বন্ধুদরে সাথে শয়োর করা যায়। আজকাল ইন্টারনটেে টভিি ও রডেওি চালু হওয়ায় স্ট্রমিংি অডওি-ভডিওি প্রযুক্তরি মাধ্যমে দূর-দূরান্তে বসওে টভিি ছাড়াই কম্পউিটারে টভিি দখো যায়। মোবাইল ফোন, কম্পউিটার ইত্যাদি ব্যবহার করে চ্যাটংি করে সরাসরি নজিরে আবগে, অনুভূতি শয়োর করা যায়। অনকে সময় ইন্টারনটে থকেে নজিরে পছন্দমতো সনিমো ডাউনলোড করে দখো যায়। স্কাইপরি মাধ্যমে সহজইে কম্পউিটারে বসে দূর-দূরান্তে অবস্থতি ঘনষ্ঠি স্বজনদরে সাথে ভডিওিসহ যোগাযোগ করতে পারছ।ে ২) নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও। বাংলাদশেি বংশোদ্ভুত আমরেকিা প্রবাসী সালমান খানরে একটি জনপ্রয়ি অনলাইনভত্তিকি শক্ষিামূলক সাইট হলো িি.িশযধহধপধফবসু.ড়ৎম। নজিস্ব ওয়বেসাইট ও ইউটউিবরে মাধ্যমে ৩১০০-এর বশেি বভিন্নি বষিয়রে ওপর ভডিওি টউিটোরয়িাল নর্মিাণ করে খান একাডমে।ি এ একাডমেরি শক্ষর্িাথীরা সংখ্যা লক্ষ লক্ষ। অনলাইনভত্তিকি ব্যবস্থায় শক্ষর্িাথীরা ঘরে বসইে শক্ষিা পতেে পার।ে ক. ই-এডুকশেন কী? খ. একটি ডজিটিাল ক্লাস তরৈি করার জন্য কী কী দরকার? গ. খান একাডমেীর ওয়বেসাইটটরি মতো বাংলায় এ রকম একটি সাইট তরৈি করার জন্য কী কী করার দরকার বশ্লিষেণ করো। ঘ .শক্ষিাক্ষত্রেে তথ্য প্রযুক্তরি ব্যবহাররে সুফল সর্ম্পকে তোমার নজিস্ব মতামত ব্যক্ত করো। ২ নং প্রশ্নের উত্তর ক. ইন্টারনটে বা অলাইনরে মাধ্যমে শক্ষিাদান পদ্ধতকিে ই-এডুকশেন বল।ে খ. ক্লাসরুমে ইন্টারনটে ও অন্যান্য আইসটিনির্ভির যন্ত্রাংশ ব্যবহার করে ‘ডজিটিাল ক্লাস’ তরৈি করার যায়। ক্লাসরুমে ছব,ি অডওি-ভডিওি এনমিশেন ইত্যাদি ব্যবহাররে মাধ্যমে শক্ষিাকে আর আর্কষণীয় করা যায়। ক্লাসে ইন্টারনটেরে ব্যবহার সহজলভ্য করা এবং শক্ষিাদান প্রক্রয়িায় ডজিটিাল প্রযুক্তরি ব্যবহার একটি ক্লাসকে অনকে র্কাযকর করে তোল।ে ই-বুক, প্রজক্টের প্রভৃতরি ব্যবহার ডজিটিাল ক্লাসে ব্যবহার করতে হব।ে গ. খান একাডমেীর ওয়বেসাইটটরি মতো বাংলায় একটি ওয়বেসাইট চালু করতে হলে আমাদরে আগে খান একাডমেি সর্ম্পকে জানতে হব।ে খান একাডমেী একটি শক্ষিমূলক ওয়বেসাইট যটেি অনলাইনভত্তিকি শক্ষিার্কাযক্রম পরচিালতি কর।ে একাডমেরি ওয়বেসাইটে বভিন্নি বষিয়রে ওপর ৩১০০টরি বশেি ভডিওি টউিটোরয়িাল আছ।ে বষিয়গুলোর মধ্যে আছে বীজগণতি, পাটগিণতি, ইতহিাস, ব্যাংকংি পর্দাথবজ্ঞিানসহ বভিন্নি প্রতযিোগতিামূলক পরীক্ষা, ভনেচার ক্যাপটিাল, ক্রডেকি ক্রাইসসিরে ওপর নানা বষিয়ে অসংখ্য ভডিওি থকেে খুব সহজইে যকেোনো সময় বনিা পয়সায় এ স্তরে ওয়বে সাইটটি ব্রাউজ করে তাদরে প্রয়োজনীয় তথ্য জনেে নতিে পার।ে খান একাডমেীর ভডিওি টউিটোলয়িালগুলো ইউটউিবরে সাথওে সংযুক্ত করা থাক।ে খান একাডমেরি ভডিওিগুলো বাংলা ভাষায় তরৈি করে আমরা আমাদরে তরৈকিৃত ওয়বেসাইটে সংযোগজন করতে পার।ি ফলে বাংলাদশেরে শক্ষর্িাথীরা তাদরে মাতৃভাষায় শক্ষিা লাভ করতে পারবনে। র্অথাৎ খান একাডমেরি মতো বাংলায় একটি ওয়বেসাইট গড়ে তুলতে চাই তাহলে আমাদরে উপরোক্ত বশৈষ্ট্যিগুলো বজায় রখেে ওয়বেসাইট গড়ে তুলতে হব।ে ঘ. শক্ষিাক্ষত্রেে তথ্যপ্রযুক্তি এক অপার সম্ভাবনাময় জগৎ উন্মুক্ত করে দয়িছে।ে প্রাথমকি শ্রণেগিুলোতে র্কাটুন চত্রিরে মাধ্যমে র্বণ পরচিয়, গল্পরে মাধ্যমে শক্ষিাদান, উচ্চারণ শখো, প্রশ্নোত্তররে মাধ্যমে শক্ষিা ইত্যাদি প্রক্রয়িায় কম্পউিটার ব্যবহার করা হয় ।ডজিটিাল কনটন্টে -এর সাহায্যে স্থরি ও চলমান চত্রিরে সাহায্যে অত্যন্ত ফলপ্রসূভাবে বভিন্নি সমস্যার সমাধান উপস্থাপন করা যায়। প্রতটিি বভিাগরে প্রতটিি ক্লাসরে শক্ষিক ও ছাত্ররে উপস্থতিি র্পযবক্ষেণ করা, র্কমচারী র্কমর্কতাদরে কাজ বন্টন করা, ক্লাস রুটনি ও পরীক্ষার রুটনি ইত্যাদি তরৈতিে কম্পউিটার ব্যবহার করা হয়। বভিন্নি ধরণরে জটলি জটলি বষিয়রে সমাধান ইন্টারনটেরে মাধ্যমে অতি সহজইে সংগ্রহ করা হয়ে থাক।ে একটি শক্ষিাপ্রতষ্ঠিানরে যাবতীয় তথ্যাবলি কম্পউিটাররে স্মৃততিে মজুদ রাখা হয়। পরর্বতীতে প্রয়োজন অনুযায়ী স্মৃতি থকেে এ সমস্ত তথ্যাদি গ্রহণ করা হয়ে থাক।ে নর্ব্যৈক্তকি বষিয়রে উত্তরপত্র কম্পউিটার সংযুক্ত ঙগজ ডজিাইনরে মাধ্যমে পরীক্ষা করা হয় এবং প্রাপ্ত নম্বর থকেে ফলাফল তরৈি করে তা ডটোবজে-এ সংরক্ষণ করা হয়। লাইব্ররেি ম্যানজেমন্টেওে কম্পউিটাররে সাহায্যে করা যায়। তাছাড়া অনলাইনে পৃথবিীর বখ্যিাত বখ্যিাত লাইব্ররেি থকেে বই সংগ্রহ করা যায়। ই-ক্লাসরুমরে মাধ্যমে শক্ষর্িাথীরা নানা দশেরে শক্ষিকরে কাছ থকেে শক্ষিা গ্রহণ করতে পার।ে ৩) নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও। একটি বড় প্রতষ্ঠিান তাদরে প্রতষ্ঠিানে প্রবশে নয়িন্ত্রণ করার জন্য একটি বায়োমট্রেক্সি একসসি কন্ট্রোল সস্টিমে ব্যবস্থা করছেে ।প্রধান গটে ফঙ্গিারপ্রন্টি সন্সের লাগানো আছ।ে প্রতষ্ঠিানটি বধৈ কউে গটেরে বশিষে বাটন আঙুল দয়িে চাপ দলিে ফঙ্গিারপ্রন্টি তরৈী হয়ে তা কম্পউিটারে যাবে এবং কম্পউিটার রক্ষতি ফঙ্গিারপ্রন্টিরে সাথে মলিয়িে যদি মলি পায় তাহলে কম্পউিটারে সাথী ইন্টারফসে করা গটেটি খুলে যাব।ে (ক) বায়োমট্রেক্সি কী? (খ) বায়োমট্রেক্সি সস্টিমেে শনাক্তকরণ (রফবহঃরভরপধঃরড়হ) এ কী ধরনরে বায়োলজক্যিাল ডটো ববিচেনা করা হয়? (গ) বায়োমট্রেক্সি সস্টিমে বাস্তবায়ন করার জন্য কী করা প্রয়োজন? (ঘ) নরিাপত্তার জন্য বায়োমট্রেক্সি সস্টিমে অনকে সুবধিা- বশ্লিষেণ কর । ৩ নং প্রশ্নের উত্তর (ক) প্রত্যকে মানুষ অন্য মানুষ অপক্ষো কমপক্ষে একটি বশিষে বশৈষ্টি আলাদা। আর এই বশৈষ্ট্যিসমূহ ব্যবস্থা করে একটি মানুষকে চহ্নিতি করার নামই হলো বায়োমট্রেক্সি। (খ) বায়োমট্রেক্সি পদ্ধততিে মানুষরে বায়োলজক্যিাল ডটো কম্পউিটারে ডটোবজেে সংরক্ষতি করে রাখা হয় এবং পরর্বতীতে এসব ডটো নয়িে স্বয়ংক্রয়িভাবে মলিয়িে দখো হয়। ডটো মলি পলেে বধৈ বলে ববিচেতি হয় এবং অনুমতি প্রাপ্ত হয়। বায়োমট্রেক্সি সস্টিমে শনাক্তকরণ (রহফবঃভরপধঃরড়হ) এ যসেব বায়োলজক্যিা ডটো ববিচেনা করা হয় তা হলো- ১.মুখ বা চহোরার বশৈষ্ট্যি বশ্লিষেণ করা; ২. প্রত্যকেরে আলাদা একক বশৈষ্ট্যির্পূন হাতরে ছাপ বশ্লিষেণ করা; ৩. হাতরে গঠন এবং আঙুলরে দর্ঘ্যৈরে মাপ বশ্লিষেণ করা; ৪. চোখরে মণরি চারপাশ বষ্টেতি রঙনি বলয় বশ্লিষেণ করা ; ৫. চোখরে পছিনরে অক্ষপিটরে মাপ বশ্লিষেণ করা; ৬. হাতরে দস্তাখত বশ্লিষেণ করা; ৭. হাতরে এবং কব্জরি শরিার র্প্যান্টান বশ্লিষেন করা; ৮. প্রত্যকেরে কন্ঠরে ধ্বনরি বশৈষ্ট্যি, সুররে উচ্চতা, সুররে র্মূছনা, স্পন্দনরে দ্রুততা ইত্যাদি বশ্লিষেণ করা। (গ) বায়োমট্রেক্সি হচ্ছে একটি বজ্ঞিান কৌশল যা মানুষরে চরত্রি ব্যবহারকে শনাক্ত কর।ে এটি কম্পউিটার বজ্ঞিানে শনাক্তকরণরে এবং প্রবশোধীকার নয়িন্ত্রনরে কাজে ব্যবহুত হয়। এটাই সইে সাথে কোনো নজরধারীর অধানন গ্রুপকে চহিৃিত করতে ব্যবহৃত হয়। যহেতেু বায়োমট্রেক্সি ব্যক্তকিে শনাক্ত কর।ে তাই এটি সাধারণ টোকনেভত্তিকি উপায়কে সহজ করে দয়ে। এটি টোকন ও অন্যান্য পদ্ধতরি চয়েে সঠকি ও নর্ভিরযোগ্য হয় কারণ এটি প্রত্যকে ব্যক্তকিে আলাদাভাবে শনাক্ত করতে পার।ে বায়োমট্রেক্সি সস্টিমে বাস্তবায়ন করা জন্য ফঙ্গিারপ্রন্টি, ফইেস রকিোগানশিন, হ্যান্ড জওিমট্রি,ি আইরসি এবং রটেনিা স্ক্যান, ভয়সে রকিগনশিন, সগিনচোর ভরেফিকিশেন ইত্যাদি পদ্ধতি স্ক্যান করা যায়। একটি বায়োমট্রেকি ডভিাইস কোন ব্যক্তরি ব্যক্তগিত বশৈষ্টিগুলোকে ডজিটিাল কোডে রূপান্তর করইে কোডকে কম্পউিটারে সংরক্ষতি কোডরে সাথে নতুন কর।ে যদি ব্যবহারকারী ব্যক্তগিত কোড কম্পউিটারে সংরক্ষতি কোডরে সাথে মলিে যায় তবে তাকে ডভিাইস ব্যবহাররে অনুমতি দয়ে বা তাকে শনাক্ত করতে সক্ষম হয়। এই সস্টিমেে শনাক্তকরণরে জন্য একজন ব্যক্তরি অনকেগুলো বশৈষ্ট্যিরে তুলনা বা পরীক্ষা করা প্রয়োজন হতে পার।ে তাই র্সবপ্রথম বায়োমট্রেক্সি পদ্ধততিে সকল ব্যবহারকারীর বশৈষ্ট্যি যা বায়োমট্রেকি উৎপাদনরে সাথে সম্পৃক্ত তা একটি কন্দ্রেীয় ডটোবজে সংরক্ষন করতে হয়। (ঘ) নরিাপত্তা জন্য বায়োমট্রেক্সি সস্টিমে অনকে সুবধিা। কারণ একটি বড় প্রতষ্ঠিানরে গটেে ফঙ্গিারপ্রন্টি সন্সের লাগানো আছ।ে প্রতষ্ঠিানটতিে কারা কারা ঢুকতে পারবে আগে থকেইে তাদরে ফঙ্গিারপ্রন্টি নয়িে কম্পউিটারে বশিষে নরিাপত্তার সফটওয়্যাররে ডটোবজে সংরক্ষতি করে রাখা আছ।ে গটেে আগত প্রবশেকারী তার আঙুল দয়িে ফঙ্গিারপ্রন্টিরে সন্সেররে বশিষে অংশ চাপ দবি।ে ফঙ্গিারপ্রন্টি তরৈি হয়ে তা কম্পউিটারে যাবে এবং কম্পউিটার রক্ষতি ফঙ্গিারপ্রন্টিরে সাথে মলিয়িে দখেব।ে যদি মলি পায় তাহলে ওকে সগিন্যাল আসব।ে কম্পউিটাররে সাথে ইন্টারফসে করা গটে খুলে যাব।ে আর যদি না মলিে তাহলে গটে বন্ধ থাকব।ে এখানে ফঙ্গিারপ্রন্টি হলো একটি বায়োলজক্যিাল ডটো। ফঙ্গিারপ্রন্টি বা আঙুলরে ছাপ হলে ইউনকি আইডনেটটিি । একজনরে আঙুলরে ছাপরে সাথে আরকেজনরে আঙুলরে ছাপ মলিবে না। এখানে আঙুলরে ছাপরে ব্যবহার করে কম্পউিটার সফটওয়্যার নর্ভির যে নরিাপত্তা ব্যবস্থা করা হয়ছেে তাই হলো বায়োমট্রেক্সি পদ্ধত।ি এ পদ্ধততিে ফঙ্গিারপ্রন্টি অপটক্যিাল স্ক্যানাররে মাধ্যমেে আঙুলরে চাপরে ইমজে নওেয়া হয়। ইনপুটকৃত ইমজেরে র্অথাৎ আঙুলরে ছাপরে বশিষে কছিু একক বশৈষ্ট্যিকে ফলিটার করা হয় এবং এনক্রপ্টিডে বায়োমট্রেকি কী (শবু) হসিবেে সংরক্ষণ না করে হয়। ফঙ্গিারপ্রন্টিরে ইমজেকে সংরক্ষণ না করে সংখ্যার সরিজি (বাইনারি কোড) কে বরেফিকিশেনরে জন্য সংরক্ষণ করা হয়। ফঙ্গিারপ্রন্টি সস্টিমে অ্যালগোরদিম এই বাইনারি কোডকে ইমজেে পুনঃরূপান্তর করতে পারে না। তাই কউে ফঙ্গিারপ্রন্টিকে নকল করতে পারে না। বায়োমট্রেক্সি ডভিাইস, যমেন ফঙ্গিার স্ক্যানংি ডভিাইস এবং সফটওয়্যার যা স্ক্যান করা তথ্যকে ডজিটিাল র্ফমে রূপান্তর করে এবং ম্যাচংি পয়ন্টে গুলো তুলনা কর। এর ফলে কোনো অপরচিতি বা নশ্চিতিকরনে বায়োমট্রেক্সি সস্টিমেরে ভূমকিা অনস্বীর্কায এবং ব্যবহারে সুবধিা অনকে। ৪) নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও। পলাশ প্রত্যন্ত গ্রামে তার মাকে টাকা পাঠাতে ভোগান্তিতে পড়েন। বিষয়টি বন্ধু শিমুলের সাথে আলোচনা করলে জানায় মানি অর্ডারের মাধ্যমে তার মার কাছে সে টাকা প্রেরণ করে। কিন্তু পলাশ আরও দ্র”ত গতিতে টাকা প্রেরণের ইচ্ছা প্রকাশ করলে শিমুল অন্য একটি দ্র”ততম পদ্ধতির কথা বলেন যার মাধ্যমে পলাশ তার মাকে টাকা পাঠান। ক. ন্যানোটেকনোলজি কী? খ. রোবটে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা ব্যাখ্যা কর। গ. উদ্দীপকে ব্যবহৃত পলাশের প্রযুক্তিটিতে ওঈঞ-এর কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে বর্ণনা কর। ঘ. পলাশ ও শিমুলের টাকা পাঠানোর পদ্ধতির তুলনামূলক ছক বিশ্লেষণ কর। ৪ নং প্রশ্নের উত্তর ক. ন্যানোপ্রযুক্তি (ন্যানোটেকনলজি বা সংক্ষেপে ন্যানোটেক) পদার্থকে আণবিক পর্যায়ে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করার বিদ্যা। খ. মানুষের চিন্তা ভাবনার অথবা বুদ্ধিমত্তার পদ্ধতিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর যন্ত্র বা কম্পিউটারের মাধ্যমে বাস্তবায়ন করাই হলো আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স (অৎঃরভরপরধষ ওহঃবষষরমবহপব) বা কৃত্রিম বুদ্ধিমত্তা। যে চিন্তাভাবনা বা যোগ্যতাকে কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রতিলিপিকরণের চেষ্টা করা হয় তাহলোÑ চিন্তা ও কারণ, সমস্যা সমাধানে কারণগুলোকে ব্যবহার, অভিজ্ঞতা থেকে শেখা বা বুঝা, জ্ঞান অর্জন ও প্রয়োগ করা, সৃষ্টিশীলতা ও কল্পনাশক্তির প্রদর্শন, জটিল ধাঁধাময় পরিস্থিতিগুলোর সাথে কাজ করা, নতুন পরিস্থিতিগুলোতে দ্রুত ও সাফল্যজনকভাবে সাড়া প্রদান, কোনো পরিস্থিতিতে উপাদানগুলোর সম্পর্কের গুর”ত্বকে শনাক্ত করা, অস্পষ্ট, অসম্পূর্ণ তথ্যকে মোকাবেলা করা। সুতরাং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে রোবট বিভিনড়ব প্রতিকূল পরিবেশে কাজ করার ক্ষমতা লাভ করে। গ. পলাশের ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ঊঋঞ)। ইলেকট্রনিক উপায়ে অর্থ স্থানান্তরের পদ্ধতিকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বলা হয়। এ প্রμিয়ায় ইলেক্ট্রনিক উপায়ে ব্যাংকের বিভিনড়ব শাখার হিসাবের মধ্যে প্রকৃত অর্থের লেন-দেন না ঘটিয়ে শুধুমাত্র হিসাবের মাধ্যমে অর্থের পরিমাণের সমন্বয় সাধন ও আধুনীকরণ করা হয়। লেনদেন কার্যে সুবিধা ও নিরাপত্তার নিমিত্তে ব্যাংকগুলো ইদানিং মোবাইল ফোনের মাধ্যমে এই টাকা জমা দেওয়া ও উত্তোলনের ব্যবস্থা করেছে যা মোবাইল ব্যাংকিং নামে পরিচিত। ফলে প্রত্যন্ত অঞ্চল থেকেও মোবাইল ফোনের মাধ্যমে যেকোনো ব্যাংকের গ্রাহক উক্ত ব্যাংকে টাকা জমা বা ব্যাংক থেকে টাকা উত্তোলন সহজেই করতে পারে। এমনকি নিরাপত্তা ঝুঁকি ছাড়াই দিন-রাতে যেকোনো সময় অর্থ স্থানান্তর বা লেন-দেন কার্য সম্পাদন করতে পারে। ঘ. পলাশের ব্যবহৃত প্রযুক্তিটি হলো ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার এবং শিমুলের ব্যবহৃত প্রযুক্তিটি হলো মানি অর্ডার। টাকা প্রেরণের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং মানি অর্ডারের চেয়ে দ্র”ততর পদ্ধতি। মানি অর্ডার পদ্ধতিতে টাকা প্রেরণে পোস্ট অফিস বা কুরিয়ার সার্ভিস প্রয়োজন। আর মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে যেকোনো স্থান থেকে যেকোনো সময় টাকা প্রেরণ ও উত্তোলন করা যায়। নিচে পলাশ ও শিমুলের টাকা পাঠানোর পদ্ধতির তুলনামূলক ছক তুলে ধরা হলো- মোবাইল ব্যাংকিং সিস্টেম মানি অর্ডার সিস্টেম ১। দ্রুতগতি সম্পন্ন ১। ধীরগতি সম্পন্ন ২। দূরত্ব সাপেক্ষ নয় ২। দূরত্ব সাপেক্ষ ৩। যেকোনো স্থান থেকে যেকোনো সময়ে পাঠানো যায় ৩। যেকোনো স্থান থেকে যেকোনো সময়ে পাঠানো যায় না ৪। খরচ তুলনামƒলক কম ৪। খরচ তুলনামূলক বেশি ৫। অধিক নিরাপদ ব্যবস্থা ৫। নিরাপদ ব্যবস্থা পর্যাপ্ত নয় ৫) নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও। অ্যাথনিা নামক একটি ডপর্িাটমন্টোল স্টোর তাদরে সকল শাখার কম্পউিারগুলোকে নটেওয়াকরে আওতায় এনে ক্রতোগনকে প্রচালতি পদ্ধতরি পাশাপাশি ই-কর্মাস সুবধিা প্রদান করছেনে । ফলে ক্রতোগন ঘরে বসইে যাতায়াত খরচ কময়ি,ে অনলাইনে যাচায় বাচাই করে র্অডার দতিে পারছে এবং ক্রডেটি কাটরে মাধ্যমওে মূল্য পরশিোধ করতে পারছনে। এই পদ্ধতি বাস্তবায়নরে পর উক্ত প্রতষ্ঠিানটি অল্প সময়রে মধ্যে কম সংখ্যা জনবল ব্যবহার করে অধকি সংখ্যক ক্রতোদরে সবো দতিে পারছ।ে তাই ই-কর্মাস ব্যবহাররে ফলে উক্ত প্রতষ্ঠিানরে লাভজনক অবস্থা দখেে অন্যান্য প্রতষ্ঠিানসমূহ এতে আগ্রহী হয়ে উঠছে।ে ক. ই-কর্মাস কী? খ. ই-কর্মাস বক্রিতোগন পন্যরে দাম কম রাখতে পারার কারণ কী? গ. অ্যাথনিা নামক প্রতষ্ঠিানরে ক্রতোগন ই-কর্মাস ব্যবহারে ফলে কী ধরনরে সুবধিা পাচ্ছনে। ঘ. উদ্দীপকরে ব্যবহৃত প্রতষ্ঠিানটি ই-কর্মাস ফলে ই-কর্মাসরে ফলে কী ধরনরে ব্যবসায়কি সুবধিা পাচ্ছ,ে ব্যাখ্যা করো। ৫ নং প্রশ্নের উত্তর ক) আধুনকি ডটো প্রসসেংি সহ এবং কম্পউিটার নটেওর্য়াক বশিষেত ইন্টারনটেরে মাধ্যমে ব্যক্তি বা প্রতষ্ঠিানরে মধ্যে পণ্য বা সবো র্ম্যাকটিংি, বক্রিয়, ডলেভিার,ি ব্যবসা সংক্রান্ত লনেদনে ইত্যাদি করাই হচ্ছে ই-কর্মাস। খ) ই-কর্মাস বক্রিতোগন পন্যরে দাম কম রাখতে পারার কারণ নম্নিরূপ: ১) র্আথকি লনেদনে খরচ কমানো ২) ব্যবসায় পরচিালনায় খরচ কমনো ৩) কনোকাটার খরচ কমানো এবং গতি সঞ্চার করা। গ) অ্যাথকি নামক প্রতষ্ঠিানরে ক্রতোগন ই-কর্মাস ব্যবহাররে ফলে সে ধরনরে সুবধিা তা হলো- ১) কনো কাটায় খরচ কমনো এবং কাজরে গতি সঞ্চার করা হচ্ছ।ে ২) কাজরে সময়ে র্সবোচ্চ ব্যবহারে নশ্চিতি করতে পরছে।ে ৩) দূরত্ব ব্যবধান কমানো এবং ব্যবসায়কি বন্ধন সৃষ্টি করতে পারছ।ে ৪) উন্নতমানরে কাস্টমার র্সাভসিরে সুবধিা পায়ছ।ে ঘ) বগিত দশক ধরে বশ্বি বাণজ্যিে প্রচলতি পদ্ধতরি র্আকষনীয় পরর্বিতন নয়িে এসছেে ই-কর্মাস । শত শত বছর ধরে চলে আসা প্রচলতি ব্যবসা পদ্ধতি ই-কর্মাসরে সাথে প্রতযিোগতিা পছিয়িে যাচ্ছ।ে এর মূলে রয়ছেে ই-কর্মাসরে অচন্তিনীয় সুবধিাদ।ি এসব সুবধিাসমূহ নচিে আলােচনা করা হলো। (১) র্আথকি লনেদনেরে গতশিীলতা বাড়ানো (২) র্আথকি লনেদনেরে খরচ কমানো (৩) ব্যবসা পরচিালনায় খরচ কমানো (৪) কনোকাটায় খরচ কমানো এবং গতরি সঞ্চার করা (৫) কাজরে সময়রে র্সবোচ্চ ব্যবহার নশ্চিতি করা ৬) দূরত্ব ব্যবধান কমানো এবং ব্যবসায়কি বন্ধন সৃষ্টি করা ৭) সুস্পষ্টভাবে ব্যবসা পরচিালনার সুবধিা দয়ো ৮) উন্নতমানরে কাস্টমার র্সাভসিরে সুবধিা দয়ো ৯) ব্যবসা প্রতষ্ঠিানসমূহরে মধ্যে প্রতযিোগতিা বৃদ্ধি করা ১০) নতুন র্কমসংস্থানরে সুযোগ সৃষ্টি করা ১১) বজ্ঞিাপন ও নতুন বপিণন সবধিা ৬) নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও। কম্পউিটার প্রকৌশলী জনাব জনাব তৌহদিুজ্জামান একটি কলজেরে ডজিটিাল মাল্টমিডিয়িাসহ কম্পউিটার ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতথিি হসিবেে আমন্ত্রন পলেনে। অনুষ্ঠানে উপস্থতি ছাত্রদরে উদ্দশ্যেে একটি সংক্ষপ্তি বক্তব্যে তনিি বলনে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানবসভ্যতাকে দারুনভাবে এগয়িে নয়িে চলছে।ে বশিষে করে শক্ষর্িাথীদরে বদ্যিালয়ে আগ্রহ বৃদ্ধতিে এবং অনলাইনে পড়াশুনার ক্ষত্রেে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বভিন্নিভাবে দায়ত্বি পালন করে চলছে।ে কছিু কছিু ক্ষত্রেে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানুষরে অপকারও করছ।ে তারপর নজিদেরে অস্তত্বি রক্ষা প্রয়ােজনইে আজ আমাদরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শক্ষিা গ্রহণ আবশ্যকি হয়ে পরছে।ে ক. তথ্য ও প্রযুক্তি কী? খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তরি ব্যবহার বলতে কী বুঝ? গ. জনাব তৌহদিুজ্জামান বক্তব্যে ছাত্রদরে উদ্দশ্যেে কী কী ইঙ্গতি দয়িছেনে তা বর্নণা কর। ঘ. জনাব তৌহদিুজ্জমান কোন শক্ষিাকরে আবশ্যকি হয়ে পরছেে বলে মনে করনে তা কারনসহ বশ্লিষেণ কর। ৬ নং প্রশ্নের উত্তর ক) যে প্রযুক্তি মাধ্যমে তথ্য সংগ্রহ , এর সত্যতা ও বধৈতা যাচাই, সংরক্ষন, প্রক্রয়িাকরণ, আধুনকিরণ ও ব্যবস্থাপনা করা হয় তাকে তথ্য প্রযুক্তি বা ইনফরমশেন টকেনোলজি এবং সংক্ষপেে এই প্রযুক্তকিে আইটি (ওঞ) বলা হয়। খ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহাররে ক্ষত্রে বশিাল। যমেন-তথ্য সংগ্রহ প্রক্রয়িাকরণ, সাধারন টলেফিোন থকেে শুরু করে অত্যাধুনকি সুপার কম্পউিটার, রডেওি টলেভিশিনসহ সকল ধরনরে একমূখী যোগাযোগ ব্যবস্থা, ইন্টারনটে ও ওর্য়াল্ড ওয়াইড ওয়বে ইত্যাদি ক্ষত্রেগুলোতে ব্যবহৃত হয়। গ) জনাব তৌহদিজ্জামান ছাত্রদরে উদ্দশ্যেে বলনে, এই প্রতষ্ঠিানে থাকবে একটি ডজিটিাল লাইব্ররেি তথা সমস্ত বই থাকবে পডিএিফ ফরমটে।ে শ্রনেকিক্ষে শক্ষর্িাথীদরে প্রতটিি বঞ্চেরে সাথে থাকবে ইন্টারনটে সংযোগসহ কম্পউিটার, ফলে শক্ষর্িাথীদরে বই পুস্তক আনতে হবে না। শক্ষর্িাথীরা এখানে বসে কম্পউিটার ব্যবহার করইে পড়াশুনা করতে পারবে এবং পৃথবিীতে সকল দশেরে শক্ষর্িাথীরা কী শখিছে তা সে ইচ্ছে করলইে দখেতে পারব।ে তারা চাহলিইে যকেোনো দশেে যকেোনো সলিবোসরে পরীক্ষা দয়িে র্সাটফিকিটে র্অজন করতে পারব।ে প্রথমকি শ্রনেগিুলোতে র্কাটুন চত্রিরে মাধ্যমে র্বণ পরচিয়, গুলোর মাধ্যমে শক্ষিাদান, উচ্চারণ শখো, প্রশ্নত্তররে মাধ্যমে শক্ষিা ইত্যাদি প্রক্রয়িায় কম্পউিটার ব্যবহার করে শক্ষিাদান করতে পারব।ে ইমজে, অডওি, ভডিওি, এনমিশেনরে সংমশ্রিণরে ডজিটিাল কনটন্টে তরৈী করে মাল্টমিডিয়িা প্রজক্টেররে মাধ্যমে ক্লাস নতিে পার।ে ফলে এক একটি ক্লাস হবে বশ্বিমানরে এবং ছাত্ররা বাস্তব জ্ঞানরে অধকিারী হব।ে ঘ) জনাব তৌহদিুজ্জামান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শক্ষিাকে আবশ্যকি হয়ে হয়ে পড়বে বলে মনে করনে; কনেনা জীবনরে প্রতমিুর্হূতে আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তরি ব্যবহারে অত্যাবশ্যক হয়ে পড়ছে।ে আজকে যারা তথ্য ও যোগাযোগ প্রযুক্ততিে অজ্ঞ থাকবে তারা ব্যক্তগিত ও রাষ্ট্রীয় বভিন্নি কাজে পছিয়িে পড়ব।ে আজকে যোগাযোগ, র্কমসংস্থান, শক্ষিা, চকিৎিসা, গবষোণা,অফসি,আদালত, ব্যবসা-বাণজ্যি, সংবাদ, বনিোদন ও সামাজকি যোগাযোগ, সাংস্কৃতকি বনিমিয় প্রাত্যহকি জীবনে তথ্য ও যোগাযোগ, প্রযুক্তরি ব্যবহার হচ্ছ;ে অথচ কউে যদি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সর্ম্পকে জ্ঞান লাভ না করে তাহলে সে যুগরে সাথে তাল মলিয়িে চলতে পারবেে না। তথ্য ও যোগাযোগ প্রযুক্ততিে অজ্ঞতা রাষ্ট্রীয় ও সমাজজীবনে ডজিটিাল ডভিাইস তরৈী করব।ে ফলে দশে আধুনকি রাষ্ট্র থকেে পছিয়িে পড়ব।ে ৭) নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও। দৃশ্যকল্প-১ : মিম কানাডায় বসবাস করে। মাঝে মধ্যে মায়ের কথা মনে পড়লে মায়ের সাথে কথা বলে এবং সাথে সাথে মায়ের ছবিও দেখতে পায়। মা মেয়েকে প্রশ্ন করে, ‘এটি কীভাবে সম্ভব?’ ফারজানা ব্যবহৃত প্রযুক্তি μমান্বয়ে জনপ্রিয়তা পাচ্ছে। দৃশ্যকল্প-২ : কনক কোম্পানির পাঁচজন কর্মকর্তা বাংলাদেশ, চীন, জাপান, ভারত, যুক্তরাষ্ট্রে অবস্থান করে এক সাথে মোবাইল ফোনে কথা বলছে। ব্যবহৃত প্রμিয়াটি তাদের চাহিদা পূরণে সক্ষম নয়। ক. তথ্য প্রযুক্তি কী? খ. ইন্টারনেটকে বিশ্বগ্রামের মের”দ- বলা হয় কেন? গ. উদ্দীপকের দৃশ্যকল্প-১-এ ব্যবহৃত প্রযুক্তিতে তথ্য আদান প্রদানের প্রμিয়া ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকের দৃশ্যকল্প-১ ও ২-এর মধ্যবর্তী যোগাযোগ প্রটোকল দুইটির মধ্যে তুলনামূলক আলোচনা কর। ৭ নং প্রশ্নের উত্তর ক. যে প্রযুক্তির মাধ্যমে তথ্যের সত্যতা ও বৈধতা যাচাই, সংরক্ষণ, প্রμিয়াকরণ, আধুনিকীকরণ ও ব্যবস্থাপনা করা হয় তাকে তথ্য প্রযুক্তি বা ইনফরমেশন টেকনোলজি (ওহভড়ৎসধঃরড়হ ঞবপযহড়ষড়মু) বা সংক্ষেপে আইটি (ওঞ) বলা হয়। খ. ইন্টারনেট মাধ্যমেই মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থান করে একে অপরের সাথে সহজে যোগাযোগ করতে পারে এবং বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করতে পারে। এইজন্যই ইন্টারনেট হচ্ছে বিশ্বগ্রাম সংযুক্ততার মের”দন্ড। গ. দৃশ্যকল্প-১-এ ব্যবহৃত প্রযুক্তিটি হলো ভিডিও কনফারেন্সিং। ভিডিওকনফারেন্সিং ব্যবস্থায় অংশগ্রহণকারীগণ কথোপকথনের সাথে সাথে নিজেদের ছবি দেখতে পারে। এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক দেশ থেকে আরেক দেশে বিভিন্ন ব্যক্তি ভিডিও কনফারেন্সিংয়ে অংশগ্রহণ করতে পারেন। অধিকন্তু ভিডিও কনফারেন্সিং ব্যবস্থায় টেলিভিশনের পর্দায় অংশগ্রহণকারীরা পরস্পরের সম্মুখীন হয়ে একে অন্যকে দেখে কথোপকথনে অংশগ্রহণ করেন। এ ব্যবস্থায় ক্যামেরা থেকে সংগৃহীত ছবি এবং মাইμোফোন ও স্পিকার থেকে সংগৃহীত শব্দের মাধ্যমে তথ্য আদান-প্রদান হয়। এক পাশের ব্যক্তি শব্দ ও ছবির প্রতি উত্তরে অন্য পাশের ব্যক্তির শব্দ ও ছবি প্রেরণের মাধ্যমে ভিডিও কনফারেন্সিং সম্পন্ন হয়। ভিডিও কনফারেন্সিংয়ের জন্য যে সব উপাদানগুলো প্রয়োজন তাহলো- মাল্টিমিডিয়া কম্পিউটার, ওয়েব ক্যামেরা, ভিডিও ক্যাপচার কার্ড, মডেম ও ইন্টারনেট সংযোগ। ঘ. দৃশ্যকল্প-১ ভিডিও কনফারেন্সিং যার মাধ্যমে ছবি দেখা যায় কথা শুনা যায় যা সম্পাদনের জন্য মডেম, মাইμোফোন, ইন্টারনেট, স্পিকার, ওয়েব ক্যামেরা, সফটওয়্যার ইত্যাদির প্রয়োজন। এই পদ্ধতিতে টেলিফোনের মাধ্যমে ডেটা অপটিক ক্যাবল বা মাইμোওয়েবের মাধ্যমে ডেটা আদান প্রদানের কাজ সম্পাদন করে। ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশের কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়াশুনা, ব্যবসা-বাণিজ্য এমনকি গ্র”প স্টাডি করার সুযোগ পাচ্ছে। এতে করে তাদের মধ্যবর্তী দূরত্ব কমানোর সুযোগ পাচ্ছে। অন্যদিকে, বিভিনড়ব দেশে একই কোম্পানির ব্যবসা-বাণিজ্যের যোগাযোগ রক্ষা করার জন্য ভিডিও কনফারেন্সিং একটি গুর”ত্বপূর্ণ মাধ্যম। দৃশ্যকল্প ২-এ টেলিকনফারেন্সিং ব্যবহৃত হয়েছে। টেলিযোগাযোগের মাধ্যমে সভা অনুষ্ঠানের প্রμিয়াকে টেলিকনফারেন্সিং বলা হয় এবং এ সভাকে টেলিকনফারেন্স বলে। বিশ্বের যেকোনো জায়গা (যেখানে টেলিফোন সংযোগ আছে) থেকে যে কেউ টেলিকনফারেন্সিং করতে পারেন। এ ব্যবস্থায় সভায় অংশগ্রহণকারী কী-বোর্ডের মাধ্যমে কেন্দ্রীয় কম্পিউটারে তাদের বক্তব্য বা জবাব পাঠায়। বিভিন্ন ধরনের টেলিকনফারেন্সিং ব্যবস্থা রয়েছে। যেমন- পাবলিক কনফারেন্স, ক্লোজড কনফারেন্স ও রিড অনলী কনফারেন্স। টেলিকনফারেন্সিং ব্যবস্থা সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। টেলিকনফারেন্স করার জন্য প্রয়োজনীয় উপকরণগুলো হলো- কম্পিউটার, টেলিফোন সংযোগ, অডিও যন্ত্রপাতি (অডিও কার্ড, মাইμোফোন, গওঈ স্পীকার ইত্যাদি) ও উপযুক্ত সফটওয়্যারের প্রয়োজন হয়। সুতরাং, দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ হতে দেখা যায় যে, ভিডিও কনফারেন্সিং অধিক গ্রহণযোগ্য। ফারজানা নিয়ম মোতাবেক ইন্টারনেট ব্যবহার করে। অন্যদিকে সবুজ ফারজানা অনুমতিতে অন্যের ফাইল কপি করে নিয়ে যায়। উপরোক্ত আলোচনা থেকে বোঝা যায় বিথী ও সবুজের আচরণ সম্পূর্ণ বিপরীত। ৮) নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও। রহিম গ্রাম থেকে ঢাকা আসে। সেখানে তার বন্ধু করিম তাকে নিয়ে ‘ক’ স্থানে যায়। সেখানে প্রবেশের জন্য আঙুল ব্যবহৃত হয়। এরপর তারা ‘খ’ স্থানে গিয়ে দেখল, সেখানে প্রবেশের জন্য চোখ ব্যবহৃত হয়। অতপর তারা ‘গ’ স্থানে গিয়ে বিশেষ ধরনের হেলমেট ও চশমা পড়ে অনেকক্ষণ মজা করে ড্রাইভিং করে। ক. তথ্য প্রযুক্তি কী? খ. তথ্য প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতায় ডায়াবেটিস রোগীরা উপকৃত হচ্ছে- ব্যাখ্যা কর। গ. উদ্দীপকে ‘গ’ স্থানে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকে ‘ক’ ও ‘খ’ এর মধ্যে কোন প্রযুক্তি অধিকতর ব্যবহৃত হচ্ছে- বিশ্লেষণপূর্বক তোমার মতামত দাও। ৮ নং প্রশ্নের উত্তর ক.তথ্য সংগ্রহ, সত্যতা ও ক্সবধতা বাছাই, সংরক্ষণ, প্রμিয়াকরণ, আধুনিকীকরণ ও ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে বলা হয় তথ্য প্রযুক্তি বা ইনফরমেশন টেকনোলজি। খ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহার করে জীবের এককোষ থেকে অন্যজীবে স্থানান্তর করে রিকম্বিনেট উঘঅ প্রযুক্তির মাধ্যমে মানব দেহের জন্য ইনসুলিন ক্সতরি হয় যা ডায়াবেটিস আμান্ত ব্যক্তি শরীরে গ্রহণ করে বেঁচে থাকে। সুতরাং বলা যায় তথ্য প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহার করে ডায়াবেটিস রোগীরা উপকৃত হচ্ছে। গ. উদ্দীপকে ‘গ’ স্থানে ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। ভার্চুয়াল রিয়েলিটি হলো সফটওয়্যার নির্মিত একটি কাল্পনিক পরিবেশ যা ব্যববহারকারীর কাছে বাস্তব জগৎ হিসেবে বিবেচিত হয়। ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত সিমেন্স, যাকে মডেলিং ও অনুর”প বিদ্যার প্রয়োগের মাধ্যমে মানুষ কৃত্রিম ত্রিমাত্রিক ইমেজ ক্সতরি করে। যা পরিবেশের সাথে সংযোগ স্থাপন বা উপলব্ধি করতে পারে। উদ্দীপকে রহিম ও করিম ‘গ’ স্থানে গিয়ে বিশেষ ধরনের হেলমেট ও চশমা পরে অনেক মজা করে ডাইভিং করে। ব্যবহৃত এই প্রযুক্তি ভার্চুয়াল রিয়েলিটি। ঘ. বায়োমেট্রিক্স পদ্ধতিতে আঙ্গুলের ছাপ, ব্যান্ড জিওমেট্রি পদ্ধতিতে মুখমন্ডল, চোখের রেটিনা, স্বাক্ষর, কণ্ঠস্বর ব্যবহারের মাধ্যমে মানুষকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করা হয়। উদ্দীপকে করিম তার বন্ধু রহিমকে নিয়ে ‘ক’ স্থানে গেল এবং সেখানে প্রবেশের জন্য আঙুল ব্যবহৃত হলো। এরপর ‘খ’ স্থানে প্রবেশের জন্য তাদের চোখ ব্যবহৃত হলো। এখানে ‘ক’ ও ‘খ’ উভয় স্থানেই বায়োমেট্রিক্স ব্যবহৃত হয়েছে। ‘খ’ স্থানে ব্যবহৃত চোখের রোটিনা দ্বারা নিরাপত্তায় ব্যবহৃত মেশিন অত্যন্ত ব্যয়বহুল। তাছাড়া এই পদ্ধতিতে ডেটা রিকগনিশন ও ভেরিফিকেশন করা ঝামেলাপূর্ণ। অন্যদিকে ‘ক’ স্থানে ব্যবহৃত আঙ্গুলের ছাপ নেওয়ার মেশিনটি কম দামী ও সহজলভ্য। তাছাড়া এখানে ডেটা রিকগনিশন ও ভেরিফিকেশন করা অত্যন্ত সহজ। তাই ‘ক’ স্থানে ব্যবহৃত প্রযুক্তিটি অধিকতর ব্যবহৃত হয়ে থাকে।
Share:

0 comments:

Post a Comment

Translate

Total Pageviews

Search This Blog

Blog Archive

Recent Posts